ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আরও ৬ মাস বাড়লো খালেদা জিয়ার মুক্তির মেয়াদ (ভিডিও)

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ , ০৬:৪৬ পিএম


loading/img
ফাইল ছবি

দণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত অনুমোদিত ফাইল আইন মন্ত্রণালয় থেকে পেয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান। 

বিজ্ঞাপন

পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করা হলে তিনি গেল ২৫ মার্চ মুক্তি পান। খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসার জন্যও তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি সরকার। এবারও বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে।

আইনমন্ত্রী গণমাধ্যমকে আরও জানান, গেল ২৫ আগস্ট খালেদা জিয়ার মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় ধরে কারাগারে ছিলেন খালেদা জিয়া।

বিজ্ঞাপন

জিয়া অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট সম্পর্কিত দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের সাজা নিয়ে খালেদা জিয়া কারাভোগ করছিলেন।

আরও পড়ুন: আন্দোলন চাই, সময় মতো নাই: গয়েশ্বর

বিজ্ঞাপন
Advertisement

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |