ঢাকা

থাই রাণীর ছবি দেখতে ওয়েবসাইট ক্র্যাশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৮ আগস্ট ২০১৯ , ১০:২২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সম্প্রতি থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের নতুন স্ত্রী সিনিনাতলং ভাজিরাপাকদি’র কিছু দুর্লভ ছবি প্রকাশ পেয়েছে। রাজপ্রাসাদের প্রকাশিত ওই ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়ে ইন্টারনেট ব্যবহারকারী। ওই ওয়েবসাইটে ভিজিটর এতো বেশি ছিল যে, সেটি ক্র্যাশ খায়।

বিজ্ঞাপন

প্রকাশিত ছবিতে ভাজিরাপাকদিকে সামরিক পোশাক পরিহিত অবস্থায় একটি যুদ্ধবিমান চালনা ও বন্দুক দিয়ে গুলি ছুঁড়তে দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পরপরই ২৬ আগস্ট ভিজিটরের চাপে ওয়েবসাইট ডাউন হয়ে যায়।

৬৭ বছরের রাজা ভাজিরালংকর্ন গত মে মাসে প্রাক্তন দেহরক্ষী বাহিনীর উপ-প্রধান ভাজিরাপাকদিকে বিয়ে করেন। এর দুই মাস পর রাণীকে সিনিনাত উপাধি দেন রাজা। এর মাধ্যমে রাজ পরিবারের গত ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কাউকে রাজকীয় উপাধি দেয়া হয়।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিপুল সংখ্যক ভিজিটরের কারণে যে ওয়েবসাইটে রানির ছবি প্রকাশ করা হয়েছে সেটি ক্র্যাশ করেছে। ছবির পাশপাশি রানির জীবনবৃত্তান্তও প্রকাশ করা হয়েছে। রানি ভাজিরাপাকদি বিমান চালনা, নার্স ও দেহরক্ষী হিসেবে প্রশিক্ষণ পেয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |