ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কুবিতে সাংবাদিক বহিষ্কার, ঢাবি সাংবাদিক সমিতির উদ্বেগ

ঢাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ , ০৭:৩৭ পিএম


loading/img

সংবাদ প্রকাশের জেরে দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বহিষ্কারাদেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে ডুজা সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ মাধ্যমের বরাতে বিবৃতিতে বলা হয়, গত ৩১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন দুর্নীতি নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। পরে তার বক্তব্য উদ্ধৃত করে দৈনিক যায়যায়দিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

এদিকে, ২ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে দেখা যায়, উপাচার্যের বক্তব্যকে বিকৃত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংশ্লিষ্ট সংবাদকর্মী রুদ্র ইকবালকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, রুদ্র ইকবাল অভিযোগ করেছেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমন শাস্তি দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মনে করে, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ওই নবীন সংবাদকর্মী কোনো ভুল করে থাকলে তা সংশোধনের জন্য যথোপযুক্ত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা বাঞ্ছনীয় ছিল। সংক্ষুদ্ধ পক্ষ বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগ জানাতে পারতেন। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা না করে ওই সংবাদকর্মীর পেশা জীবনে সংঘটিত ঘটনার প্রতিক্রিয়া তার শিক্ষা জীবনের ওপর দেখিয়েছে, যা কোনো বিচারেই যুক্তিযুক্ত নয়।

ডুজা নেতৃবৃন্দ আরও বলেন, সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিককে প্রশাসনিক শাস্তির মুখোমুখি করার নিকৃষ্ট নজির স্থাপিত হলো, যা দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে এমন পন্থা অনুসরণে প্রলুদ্ধ করতে পারে। ফলে সারাদেশের ক্যাম্পাস সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা চর্চা ব্যাহত হতে পারে। সার্বিকভাবে দেশের সাংবাদিকতা যখন সংকটাপন্ন, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এ ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করতে পারতো।

বিজ্ঞাপন

বিবৃতিতে ওই সংবাদকর্মীর ছাত্রত্ব ফিরিয়ে দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সেই সঙ্গে সংবাদক্ষেত্রের জন্য প্রচলিত আইন ও নীতি অনুসরণ করার জন্য উভয়পক্ষকে আহ্বান জানানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |