ছাত্র আন্দোলনে কুবির ৫১ শিক্ষকের সংহতি প্রকাশ

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ , ১০:৪৬ পিএম


ছাত্র আন্দোলনে কুবির ৫১ শিক্ষকের সংহতি প্রকাশ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৫১ জন শিক্ষক। 

বিজ্ঞাপন

শনিবার (৩ আগস্ট) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন মোকাবিলায় নজিরবিহীন প্রাণহানি ও হতাহতের ঘটনায় হতাশ, মর্মাহত ও ক্ষুব্ধ। আন্দোলন নিয়ন্ত্রণে এমন প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও বলপ্রয়োগ অবিলম্বে বন্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানিমূলক গণগ্রেপ্তার, নির্যাতন বন্ধ করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। 

বিজ্ঞাপন

এ ছাড়া শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দেশের নাগরিকদের গণতন্ত্র অনুশীলনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রযোজনীয় উদ্যোগ গ্রহণ করা, ভবিষ্যত দিনগুলোতে শিশুদের, শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সহযোগিতা করার দাবি জানান তারা।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে শনিবার  (৩ আগস্ট) বিকেল ৫টায় ৫১ শিক্ষক স্বাক্ষর করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission