ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

জন্মের আগেই বর্ণবাদের শিকার সেরেনার শিশু

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২৩ এপ্রিল ২০১৭ , ০৮:১৭ পিএম


loading/img

কয়েক দিন আগে প্রেমিক অ্যালেক্সিস ওহানিয়ানের কোলে উঠে ছবি দিয়ে সেরেনা উইলিয়াম জানান, তিনি গর্ভবতী এবং গর্ভবতী অবস্থায় খেলেই গ্র্যান্ডস্লাম জিতেছেন।

বিজ্ঞাপন

এ ঘটনার পর সারা টেনিস দুনিয়ায় হইচই পড়ে যায়। বহু টেনিস তারকা দুঃসাহসের জন্য প্রশংসা করেন নারী টেনিসের একনম্বর তারকা সেরেনাকে।

তবে এর মাঝেই বিতর্কিত মন্তব্য করে বসেছেন রোমানিয়ার প্রাক্তন পুরুষ টেনিস তারকা ইলি নাসতাসে (৭০)।

বিজ্ঞাপন

সেরেনার গর্ভধারণ নিয়ে নাসতাসে যে মন্তব্য করেছেন তা বর্ণবিদ্বেষমূলক। আর তাতে বিশ্ব টেনিস সংস্থার তরফে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেরেনা কৃষ্ণাঙ্গ ও তার প্রেমিক অ্যালেক্সিস শ্বেতাঙ্গ। ফলে নাসতাসে

প্রশ্ন করে বসেন, 'দেখা যাক বাচ্চার গায়ের রঙ কি হয়, দুধে চকোলেট?' সেরেনার গর্ভের সন্তান নিয়ে এমন মন্তব্যে স্বভাবতই ঝড় উঠেছে। 

আন্তর্জাতিক টেনিস অ্যাসোসিয়েশন নাসতাসের মন্তব্যের প্রেক্ষিতে তদন্ত চালাচ্ছে। তদন্ত রিপোর্ট সামনে এলে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

নাসতাসে রোমানিয়ার হয়ে পেশাদার টেনিস খেলেছেন। ১৯৭০ এর দশকে একবার বিশ্বের একনম্বর খেলোয়াড়ও হন। মোট ২টি গ্র্যান্ডস্লাম (ফরাসি ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন) জিতেছেন তিনি। ১৯৮৫ সালে অবসর নেন নাসতাসে।

বিজ্ঞাপন


ওয়াই/এসজে

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |