গুগল ক্রোমে আবারও হ্যাকারদের হামলা। সম্প্রতি ব্রাউজারে যে ম্যালওয়ারটির খোঁজ পাওয়া গেছে তা ‘হাই রিস্ক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে ওই ব্রাউজারের নিরাপত্তায় সমস্যা তৈরি করতে পারে।
ভারতের কেন্দ্রীয় সরকারের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে ব্যবহারকারীদের। এমন খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ক্রোম ওএসের ৯৬.০.৪৬৬৪.২০৯-র আগের কোনো ভার্সন ব্যবহার করেন তারা এই ধরনের সমস্যার মুখে পড়তে পারেন। এমনকি তাদের কম্পিউটারে ম্যালওয়ার ঢুকে তথ্য চুরি করে নিতে পারে হ্যাকাররা।
এদিকে গুগলের পক্ষ থেকে এ বিষয়ে একটি ব্লগপোস্ট করা হয়েছে। তাতে জানানো হয়েছে, পুরো বিষয়টি তাদের নজরে এসেছে এবং ত্রুটিমুক্ত করার জন্য তাদের সংস্থার বিশেষজ্ঞরা কাজ করছে। ব্যবহারকারীরা তাদের ক্রোম বুক আপডেট করে নিলে আপাতত কোনো সমস্যা হবে না।
সূত্র : ইন্ডিয়া টুডে