ঢাকা

প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করল ঢাকা শিক্ষা বোর্ড

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ , ০৭:২৮ পিএম


loading/img

শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি, নবায়ন, কমিটির অনুমোদন, রেজিস্ট্রেশন প্রদানের কথা বলে একটি প্রতারক চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি নবায়ন, কমিটি অনুমোদন, রেজিস্ট্রেশন, সনদপত্র, নম্বরপত্র এবং ছাড়পত্র প্রদানের কথা বলে সেবা গ্রহীতাদের থেকে একটি প্রতারক চক্র নামে-বেনামে ফোন করে। এসময় নগদ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে চক্রটি। বোর্ডের সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য নগদ অর্থ গ্রহণ করা হয় না। শুধু সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে ফি গ্রহণ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট সকলকে নগদ অর্থ লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হয় সেবা গ্রহীতাদের।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের এসব কার্যক্রম অনলাইনে ই-নথির মাধ্যমে সম্পন্ন করে থাকে। সেবা গ্রহীতারা নিজ প্রতিষ্ঠানে বসে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এতে বোর্ডে আসার কোনো প্রয়োজন হয় না।

কোনো প্রতারক চক্র এ ধরনের চেষ্টা করলে, তাদের নাম এবং ফোন নম্বরসহ ঢাকা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |