আগস্ট মাসের মধ্যে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. সানয়া তাহমিনা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে এ তথ্য উঠে আসে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনশন অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসাম) অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. সানয়া তাহমিনা।
তিনি বলেন, তাহলে আমরা কী মনে করব এটা ডেঙ্গু মহামারি। আগস্টের মধ্যে এক লাখের ওপরে কেস (মোট ডেঙ্গু রোগী) হয়ে যাবে। এই কথা যদি এখন বলা হয়- কালকেই পত্রিকায় বিরাট বিরাট করে বের হবে আমরা এখন ডেঙ্গু মহামারিতে আছি। সেটার জন্য অনেক রকম সমস্যা হতে পারে। সেজন্য সরাসরি কোনো উত্তর দিচ্ছি না।
তিনি আরও বলেন, আমরা জানি মুগদা হাসপাতাল রোগী নেওয়া বন্ধ করে দিয়েছে। কারণ তারা আর পারছে না। প্রাইভেট হাসপাতালগুলোতেও আসন খালি নেই। প্রাইভেট ক্লিনিকে যদি খুব খারাপ অবস্থায় রোগী যাচ্ছে তাদের ভর্তি নেওয়া হচ্ছে না। সেজন্য আমরা দেখছি ঢাকা মেডিকেল ও মুগদা হাসপাতালে বেশি মৃত্যু। এখন দোষ-গুণ না দিয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ডা. সানয়া তাহমিনা বলেন, আমাদের এই নগরীতে এখন এমন কোন জায়গা নেই, যেখানে কন্টেইনার নেই। গণপরিবহন, হাসপাতাল, ফ্ল্যাট, পুলিশের থানায়, ডাম্পিং স্টেশনে প্রচুর মশার লার্ভা পাওয়া যায়। কিন্তু সেগুলো পরিষ্কারে উদ্যোগে নেওয়া হয় না। যে যার দায়িত্ব পালন করছে না। লার্ভিসাইড করতে হবে, সোর্স রিডাকশন করতে হবে। এখন যে এপিডেমিক বা ইমার্জেন্সি সিচুয়েশনে এই অবস্থায় আমাদের এডাল্টিসাইড করতে হবে।