স্মার্টফোন হিসাবে বিশ্বের প্রথম এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ নভেম্বর ২০২৩ , ১১:৩২ এএম


প্রযুক্তি
অপো ফাইন্ড এক্স৭ প্রো

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, এই সপ্তাহে বাজারে পা রাখতে চলেছে অপোর জনপ্রিয় রেনো সিরিজের নতুন স্মার্টফোন।

বিজ্ঞাপন

আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অপো প্যাড এয়ার ২ ট্যাবলেটের সঙ্গে অপো রেনো ১১ সিরিজ লঞ্চ করা হবে। এরপরেই, চীনা কোম্পানিটি তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ অপো ফাইন্ড এক্স৭ সিরিজের দিকে মনোযোগী হবে, যা ২০২৪-এর প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে খবর। সিরিজের সবচেয়ে অত্যাধুনিক মডেল, অপো ফাইন্ড এক্স৭ প্রো-এর ক্যামেরার চমকপ্রদ তথ্য এখন প্রকাশ্যে এসেছে। 

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে প্রকাশ করেছেন যে, অপো ফাইন্ড এক্স৭ প্রো হবে বিশ্বের প্রথম স্মার্টফোন, যা ডুয়েল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা অফার করবে। 

বিজ্ঞাপন

পোস্ট থেকে আরও জানা গেছে যে, অপো ফাইন্ড এক্স৭ প্রো-তে কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে, যা তার পূর্বসূরি ট্রিপল-ক্যামেরা সিস্টেমের তুলনায় বড় আপগ্রেড।

টিপস্টারের দাবি অপো ফাইন্ড এক্স৭ প্রো-এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সনি এলওয়াইটি-৯০০ প্রাইমারি ক্যামেরা থাকবে, যা অভূতপূর্ব গুণমানের ছবি অফার করবে। এর সাথে, ডিভাইসটিতে একটি ১/১.৫৬ ইঞ্চির সেন্সর সাইজ এবং ২.৭x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ সেন্সর, ১/২.৪ ইঞ্চি সাইজ এবং ৬x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫৮ সেন্সর উপস্থিত থাকবে৷ ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্সও অবস্থান করবে বলে শোনা যাচ্ছে।

এছাড়াও, ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন যে অপো ফাইন্ড এক্স৭ প্রো-এর ক্যামেরা সেটআপ একটি নতুন এক্সডিএ (XCD) সলিউশন দ্বারা সজ্জিত হবে, যা বিখ্যাত ক্যামেরা প্রস্তুতকারক হ্যাসেলব্লাড এর সঙ্গে যৌথভাবে এনহ্যান্সড কালার ক্যালিব্রেশন অফার করবে। অপো ফাইন্ড এক্স৭ প্রো-এর এই উদ্ভাবনী ক্যামেরা সেটআপ ইউজারদের একটি উচ্চ-মানের এবং বহুমুখী ফটোগ্রাফি অভিজ্ঞতা প্রদান করবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission