‘ভুয়া ভুয়া’ বলার পরেও স্টক আউট ডা. সাবরিনার বই!

আরটিভি নিউজ ডেস্ক

রোববার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ০৯:০২ পিএম


সংগৃহীত
ছবি : সংগৃহীত

আলোচিত-সমালোচিত ডা. সাবরিনা হুসেন মিষ্টির প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বন্দিনী’ এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। তিন বছর বন্দিনী জীবনের কথা নিয়ে ডা. সাবরিনা এই গ্রন্থটি প্রকাশ করেছেন। করোনাকালে ডা. সাবরিনা নেতিবাচক কর্মকাণ্ডের জন্য টক অব দ্য কান্ট্রি ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে সামজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ডা. সাবরিনা বইয়ের স্টলে অনেকটাই মন খারাপ করে বসে আছেন। আর তার চারপাশে ক্রেতারা ভুয়া ভুয়া বলে চিৎকার করছেন। এ সময় দর্শকদের বলতে শোনা যায়, এই সাবরিনা করোনার সময় জনগণকে ঠকিয়েছে। তার বই কেউ কিনছে না। দেখতে একটু সুন্দর তাই সবাই দেখতে ভিড় করছে।

বিজ্ঞাপন

এদিকে এত কিছুর পরেও আলোচিত-সমালোচিত ডা. সাবরিনার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বন্দিনী’ বই নিয়ে সমালোচনা হলেও বইটি ইতিমধ্যে স্টক আউট হয়েছে বলে জানা গেছে। বই প্রকাশ করা আহমেদ পাবলিশিং হাউজের পরিচালক মেসবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ডা. সাবরিনার লেখা 'বন্দিনী' বইটি ১০০০ কপি ছাপানো হলেও সব বই গতকাল স্টক আউট হয়েছে। অনেক পাঠক আসছেন বইটি নিতে কিন্তু আমরা দিতে পারছি না। আমরা বইটি নিয়ে কাজ করছি। আগামী মঙ্গলবার থেকে বইটি আবারো স্টলে পাওয়া যাবে।

এদিকে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বইমেলার নবম দিনে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ‘তিশার ভালোবাসা’ বইয়ের লেখক মুশতাক আহমেদকে ও তার স্ত্রী তিশাকে ‘ভুয়া ভুয়া’ ‘ছি ছি’ দুয়োধ্বনি দিয়ে বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই জাল রিপোর্ট দেওয়ার অভিযোগে করা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় তিনি তিন বছর কারাগারে ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission