‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের সাম্প্রতিক একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল সেই ছবিটি নিয়ে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপির এ নেতা।
শনিবার (১৯ এপ্রিল) সকালে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন আবদুল হান্নান মাসউদ।
ওই পোস্টে এনসিপির এ নেতা লিখেন, জাস্ট দুটি বিষয় ক্লিয়ার করি, ১. যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। ২. বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।
এর আগে, গত ১২ এপ্রিল এক ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লিখেন, ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালো লাগা, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।’
আরটিভি/এসএইচএম-টি