এক কলেজের ৫১ শিক্ষার্থী পেল মেডিকেলে ভর্তির সুযোগ

আরটিভি নিউজ

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:১২ এএম


এক কলেজের ৫১ শিক্ষার্থী পেল মেডিকেলে ভর্তির সুযোগ
ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এবারও সাফল্য পেয়েছে। এ বছর ৫১ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১১ ফেব্রুয়ারি) এ খবর নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম। 

গত বছরও সাফল্য পেয়েছিল প্রতিষ্ঠানটি। ওই বছর ৩৫ জন মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছিলেন। সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল নামে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করে নাম দেওয়া হয় সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ। এরপর ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

প্রসঙ্গত, রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন এমবিবিএস ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission