ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

নীলফামারীর জলঢাকায় সংঘর্ষের শঙ্কা, ১৪৪ ধারা জারি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০৩:৩২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের শঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জলঢাকা পৌরসভা এলাকার পেট্রোল পাম্প ও জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় একাধিক পক্ষ থেকে একাধিক স্থানে এবং ভিন্ন ভিন্ন সময়ে সভা-সমাবেশ আহ্বান করা হয়েছে। উক্ত সমাবেশ ঘিরে বর্ণিত এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে আইন শৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবহিত করেছেন। সেই প্রেক্ষিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে জলঢাকা পৌর এলাকায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এ সময় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, বিক্ষোভ, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহনসহ পাঁচজনের অধিক ব্যক্তির একত্রে চলাচলে বা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে বিএনপির উভয়পক্ষের সঙ্গে একাধিক বার যোগাযোগ করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

জলঢাকা থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ১৪৪ ধারা জারি করেছেন ইউএনও। কোনো পক্ষ যাতে কোনো কর্মসূচি পালন করতে না পারে সে জন্য জলঢাকা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, বিএনপির দুপক্ষের একই সময় পাশাপাশি স্থানে সমাবেশ আহ্বান করায় সংঘাতের আশঙ্কা করছি। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |