অমর একুশে বইমেলায় এসেছে কমলেশ রায়ের সায়েন্স ফিকশন ‘মানুষখানা’।
বিজ্ঞাপন
পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত বইটি বইমেলার ১৩ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ এঁকেছেন প্রসূন হালদার। মূল্য ২০০ টাকা।
লেখক কমলেশ রায় জানান, বইটিতে রয়েছে পাঁচটি কল্পকহিনি। মানুষখানা, সুন্দর কীট সুন্দর পতঙ্গ, ফিবোট কথা বলা বট ও টিকা । সব বয়সি পাঠককেই ভাবাবে বৈচিত্র্যে ভরা এই গল্পগুলো।
বিজ্ঞাপন
শুধু তাই নয়, বইয়ের প্রতিটি কল্পগল্পের পরতে পরতে রয়েছে রোমাঞ্চ, রহস্য ও উত্তেজনা। পাতায় পাতায় চমকে যাওয়া অনুভূতি। কমলেশ রায় কল্পবিজ্ঞান কাহিনি লিখেন ঠাস বুনটে। সায়েন্স ফিকশন যারা ভালোবাসেন তারা বইটিকে অনায়াসে রাখতে পারেন পছন্দের তালিকায়।