• ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১
logo

আবার তাপপ্রবাহ কেন বাড়ল, জানাল আবহাওয়া অফিস

আরটিভি নিউজ

  ১৭ মে ২০২৪, ১০:২০
ফাইল ছবি

চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর দেশের তাপমাত্রা বেড়েই চলেছে। তাপপ্রবাহ সারাদেশে বিস্তার লাভ করেছে। বর্তমানে তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ চলছে। তাপমাত্রা বাড়ায় সকাল থেকেই অত্যধিক গরম অনুভব করছেন রাজধানীসহ সারাদেশের মানুষ। তীব্র গরম আর ঘামে নাস্তানাবুদ অবস্থা সবার।

শুক্রবার (১৭ মে) তাপপ্রবাহ ফের কেন বেড়েছে তা জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান।

তিনি জানান, চলতি মাসের ৫-১২ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কম ছিল। এরপর বৃষ্টিপাত কমে গেছে, ফলে তাপমাত্রা বেড়ে গেছে। এছাড়া এসময় দিন বড় হয় আর রাত ছোট হয় এবং সূর্য একদম মাথার ওপর চলে আসে। সূর্য কিরণের ঘণ্টা বেশি হওয়ার দরুণ ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে তাপমাত্রা বেড়ে যায়।

এ আবহাওয়াবিদ জানান, বছরের এ সময় বৃষ্টিপাত না হলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এ সময় বাতাস থাকে, দমকা বাতাস থাকে, বৃষ্টির সঙ্গে বজ্রপাত থাকে এবং তাপমাত্রা কমে যায়। বছরের এই সময়টিতেই কালবৈশাখী ঝড় হয়। কালবৈশাখী ঝড় হলে তাপমাত্রা দ্রুত গতিতে কমে যায়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টি ও শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা
১৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, রয়েছে বৃষ্টির আভাস
বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, বিপর্যস্ত জনজীবন
তীব্র শীতের মধ্যেই বৃষ্টির খবর জানাল আবহাওয়া অফিস