৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আরও জানায়, শিগগিরই তারা কারামুক্ত হয়ে পরিবারে ফেরত যাবে।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পান।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকলে তার মুক্তির জন্য সহায়তা করবে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত যোগাযোগ এবং তথ্য দেওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ই-মেইল আইডি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া ই-মেইলটি হল helphsc24@gmail.com।
মন্তব্য করুন