• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

মানুষের আবেগ বোঝার ক্ষেত্রেও অগ্রসর হচ্ছে এআই

ডয়েচে ভেলে

  ১৪ আগস্ট ২০২৪, ২৩:৫৫
এআই
ফাইল ছবি

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ অভাবনীয় গতিতে ঘটে চলেছে৷ সেই প্রযুক্তি এমনকি মানুষের আবেগও বুঝতে শুরু করেছে৷ তাতে উদ্বিগ্ন হওয়ার কারণ থাকলেও যে কোনো প্রযুক্তির মতো এটিকেও মানুষের কল্যাণে প্রয়োগ করা যেতে পারে৷ গোটা বিশ্বে অনেক কোম্পানি ন্যাচারাল ল্যাংগুয়েজ প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করে গ্রাহক ও কর্মীদের মানসিক অবস্থা বিশ্লেষণ করে৷ কোভিড মহামারির সময়ে জনাথন ক্রাইডলারের এক গবেষণা এআই সিস্টেমের কার্যকারিতা দেখিয়ে দিয়েছে৷

রিসেপ্টিভিটি নামের ইমোশন এআই স্টার্টআপ কোম্পানিরসহ প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হিসেবে তিনি নিজস্ব সফটওয়্যার কাজে লাগিয়ে রেডইট প্ল্যাটফর্মে ৬,৫০০ নার্স ও ডাক্তারের পোস্ট বিশ্লেষণ করেন৷ চার বছর ধরে প্রায় ৪০ লাখ কমেন্ট বিশ্লেষণ করে ক্রাইডলার গোটা বিশ্বের গবেষকদের জন্য এক তথ্যভাণ্ডার সৃষ্টি করেছেন৷ মানসিক যন্ত্রণা এবং ট্রমা শনাক্ত করার ক্ষেত্রে অগ্রগতি আনাই এই উদ্যোগের লক্ষ্য৷

রিসেপ্টিভিটিত সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জনাথন ক্রাইডলার মনে করেন, আসলে আমাদের মূল্যায়ন থেকে নানা ধরনের অন্তর্দৃষ্টি উঠে আসে৷ ব্যক্তিত্বের মতো অপেক্ষাকৃত সহজ কনসেপ্ট বোঝা কঠিন নয়৷ সেইসঙ্গে আমরা মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য বা প্রবণতাও বুঝতে পারি এবং প্রেক্ষাপট অনুযায়ী কোনো বিশেষ মুহূর্তে মানুষের মধ্যে পরিবর্তনও টের পাই৷ এমনকি মহামারির শুরুর দিকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মহামারি ঘোষণা করেনি, তখনই কিছু প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছিল৷ যা থেকে পরে এলিভেটেড কগনিটিভ লোডের মতো বার্নআউটের ঘটনা দেখা গেলো৷ সেই বিশ্লেষণের জন্য শুধু ইমেল, স্ল্যাক মেসেজ বা সোশাল মিডিয়া পোস্টের মতো দৈনন্দিন যোগাযোগের নমুনা লাগে৷ সেই যোগাযোগের বৃত্তান্ত ঘাঁটাঘাঁটি করার সময় সফটওয়্যার কিন্তু শুধু অনুভূতির সরাসরি বর্ণনার সন্ধান করে না, সর্বনামের মতো তথাকথিত ফাংকশন ওয়ার্ডসও বিশ্লেষণ করে৷ আমরা সেই শব্দগুলি যেভাবে ব্যবহার করি, তা আমাদের মানসিক অবস্থা সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে৷

দেখা গেছে, অবসাদগ্রস্ত মানুষ একবচন সর্বনাম বেশি ব্যবহার করেন, যেমন আমি, আমাকে ও আমার নিজস্ব ইত্যাদি৷ মনোবিজ্ঞানীদের মতে, বিষণ্ণ মানুষ প্রায়ই নিজের বিষয়ে অতি সচেতন ও নিজকে নিয়ে ব্যস্ত থাকেন৷ ভাষা-সংস্কৃতি নির্বিশেষে এমনটা দেখা যায়৷ এআই এমন ল্যাংগুয়েজ অফ ডিপ্রেশন শনাক্ত করতে সাহায্য করতে পারে৷

জনাথন ক্রাইডলার বলেন, আমরা যে সব চালু প্যাটার্ন বিশ্লেষণ করি, সেগুলি সব সংস্কৃতি ও প্রেক্ষাপটে একই থাকে৷ মানুষ কী নিয়ে কথা বলছে, সেটা তেমন জরুরি নয়৷ ভাষা কীভাবে তাদের নিজেদের সম্পর্কে ভাবনা ফুটিয়ে তুলতে সাহায্য করে এবং কোনো প্রসঙ্গের মধ্যে থাকলে সে সম্পর্কে তাদের ও অন্যান্য মানুষের ধারণা কী, সে সবও বড় বিষয় নয়৷ আমরা সামাজিক, মনস্তাত্ত্বিক অবস্থার প্রতি মনোযোগ দেই৷ ভাবের আদানপ্রদানের ভাষা বা সংস্কৃতি নির্বিশেষে সেই অবস্থা বিরাজ করে৷

এআই শুধু লিখিত টেকস্ট, সেইসঙ্গে ভয়েস মেসেজও বিশ্লেষণ করে৷ ইউজ কেসের অভাব নেই৷ মানুষ চ্যাটবটের সঙ্গে ভাবের আদানপ্রদান করলে কোম্পানিগুলি ব্যবহারকারীর মানসিকতা সম্পর্কে অনেক কিছু জানতে পারে৷

ক্রাইডলার জানান, আমাদের প্রযুক্তি সম্প্রতি একটি ক্ষেত্রে বেশ ইন্টারেস্টিংভাবে প্রয়োগ করা হয়েছে৷ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত সম্প্রদায়গুলিতে টিকার হার বাড়াতে সাহায্য করাই ছিল সেই উদ্যোগের লক্ষ্য৷ সেই সম্প্রদায়ের ভাবনাচিন্তা এবং তারা কীভাবে তথ্য গ্রহণ করে, আমাদের এক গ্রাহক তা বোঝার চেষ্টা করছিলেন৷ টিকার উপকার এবং এর থেকে সেই সম্প্রদায়ের কী সুবিধা হতে পারে, সেই বিষয়টি কেন্দ্রে রেখে প্রচার করে তিনি টিকাদানের হার বাড়াতে চাইছিলেন৷

সেই সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকার চালিয়ে ল্যাংগুয়েজ মডেল ব্যবহার করে এক বিস্তারিত কমিউনিটি প্রোফাইল সৃষ্টি করা হয়েছিল৷ ফলে জনসংখ্যার নির্দিষ্ট এক অংশের জন্য আলাদা করে বার্তা পাঠানো সম্ভব হয়েছিল৷ তাদের নির্দিষ্ট সুবিধা ও উদ্বেগের বিষয়গুলি মাথায় রেখে সেটা করা হয়েছিল৷ সেই প্রক্রিয়া বিজ্ঞাপন ও বিপণনের জন্য প্রথমে কাজে লাগানোর পর আরো ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে৷

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ইউটিউবেও এআই টুল যুক্ত করল গুগল 
‘ওপেন এআই’র দুর্নীতি ফাঁস করা যুবকের রহস্যজনক মৃত্যু
এআই দিয়ে মৃত ব্যক্তির সঙ্গে কথোপকথন
ভারতের পতাকা মাড়ানোর ‘ভাইরাল’ ছবিটি এআই দিয়ে তৈরি