এআই ব্র্যাড পিটের প্রেমে ঘর ভাঙল ভক্তের, খোয়ালেন ১০ কোটি টাকাও
হলিউডের নামজাদা অভিনেতা ব্র্যাড পিট। মার্কিন মুলুক ছাড়াও বিশ্বব্যাপী তার অসংখ্য ভক্ত ও অনুরাগী রয়েছে। প্রিয় অভিনেতার অসুস্থতা, জীবন সংগ্রাম স্বাভাবিকভাবেই বিচলিত করে ভক্তদের। তার ওপর যদি থাকে প্রেম, তাহলে হয়তো সর্বস্ব উজাড় করে দিতেও দ্বিধা থাকে না কোনো। এমনই এক ঘটনা ঘটেছে অ্যানি নামে এক নারীর সঙ্গে। প্রিয় মানুষের দুর্দশায় আবেগে বিহ্বল হয়ে নিজের সাড়ে ৮ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রামানে প্রায় ১০ কোটি টাকা) খুইয়েছেন ৫৩ বছর বয়সী ফরাসী ওই নারী। শুধু তাই নয়, এর আগে স্বামীকে ডিভোর্স দিয়েছেন তিনি।
সব হারিয়ে তিনি বুঝতে পারলেন ভয়ানক এক প্রতারণার শিকার হয়েছেন। খবর স্কাই নিউজের।
প্রতিবেদন অনুযায়ী, অ্যানি নামে ওই নারীর সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট! সেই নারীর কাছে পিট দাবি করেন, তিনি অনেক অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার ছবি তুলেও পাঠানো হয় তাকে, সেইসঙ্গে চলে বিস্তারিত কথাবার্তা। জানানো হয়, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলার কারণে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রয়েছে তার; আর সে কারণেই নিজের চিকিৎসা খরচ চালাতে পারছেন না তিনি।
অ্যানির দাবি, তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ব্র্যাড পিটের! যোগাযোগ চলাচকালীন অ্যানির কাছে দামি উপহার চাইতেন তিনি। চিকিৎসার জন্য চান অর্থ সাহায্যও।
মূলত, একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়েছিল অ্যানির। কিন্তু বৈবাহিক জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। এর মাঝেই ব্র্যাড পিট নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রেমের কবিতা এবং প্রেমের বার্তা পেতে শুরু করেন অ্যানি। তিনি এক প্রকার ধরেই নেন, ব্র্যাড পিটের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তার।
এক পর্যায়ে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হলে ৭ লাখ ৭৫ হাজার ইউরো ক্ষতিপূরণ পান অ্যানি। ব্র্যাড পিটের অ্যাকাউন্ট থেকে টাকা আদায়ের ঘটনাটি শুরু হয় তখনই। এরপর সেই টাকা থেকেই ব্র্যাড পিটকে চিকিৎসা সহায়তা পাঠান তিনি।
হঠাৎই অ্যানি খবর পান, ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গয়না ডিজাইনার ইনেস ডি রেমন। তখন বুঝতে পারেন অনেক বড় প্রতারণার শিকার হয়েছেন তিনি।
এত দিন যাকে ব্র্যাড পিট হিসেবে জেনে এসেছেন, তিনি আদতে অভিনেতা ব্র্যাড পিট নন। এমনকি পিটের হাসপাতালের যেসব ছবি তিনি পেয়েছেন, সেগুলোর সবই ছিল নকল। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল সব।
এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ঠাট্টা-বিদ্রুপের শিকার হচ্ছেন অ্যানি। পুলিশ অবশ্য প্রতারণার বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে ইতোমধ্যে।
আরটিভি/এসএইচএম
মন্তব্য করুন