পর্তুগালে বসবাসকারী বাংলাদেশি শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিকতা শিক্ষা কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে।
রাজধানী লিসবনের ‘মার্তিম মনিজ ইভেনিং ও উইকেন্ড মাদরাসা’ এর উদ্যোগে আয়োজিত দুই মাসব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
উক্ত মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় ও মার্তিম মনিজ মসজিদের সভাপতি মোশারফ হোসাইন সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক সিআরসিআইপিটির সভাপতি আবু নাঈম মুহাম্মদ শহীদুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুহাম্মদ সাজেদুল আলম, মাওলানা হেলাল উদ্দিন, হাওলাদার জয়, হুমায়ুন কবির, শামসুল ইসলাম ও রুবেল আহমদসহ অনেকে।
আরটিভি/এএইচ/এআর