ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পর্তুগালের রাস্তায় আদিত্য-অনন্যার রোমাঞ্চকর মুহূর্তের ছবি ফাঁস  

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ জুলাই ২০২৩ , ১১:৩৩ পিএম


loading/img
আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে

দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন উড়ছে প্রেমের সম্পর্কে রয়েছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। যদিও এখন পর্যন্ত আদিত্য বা অনন্যা কেউই এই ব্যাপারে মুখ খোলেননি। এবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই প্রেমিকযুগল। রীতিমতো পর্তুগালের রাস্তায় প্রেমে মজেছেন তারা।       

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আদিত্য-অনন্যার রোমাঞ্চকর মুহূর্তের সেই ছবি।    

জানা গেছে, বর্তমানে স্পেনে রয়েছেন তারা। লিসবনে একটি কনসার্টে গিয়েছিলেন দুজনে। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আদিত্য-অনন্যা। 

বিজ্ঞাপন

ইন্সটাগ্রামের একটি পোস্ট থেকে নেওয়া ছবি

ওই ছবিগুলোতে দেখা যায়, লিসবনের রাস্তায় একান্তে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন আদিত্য ও অনন্যা। অভিনেতার বাহুডোরে আবদ্ধ অনন্যা, দেখছেন লিসবনের প্রাকৃতিক সৌন্দর্য্য। পর্তুগালে কিছু অনুরাগীদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তোলেন এই জুটি।

এ সময় অনন্যার পরনে ছিল একটি কালো স্ট্র্যাপি ম্যাক্সি ড্রেস। মাথায় চুল তুলে খোঁপা করা। অন্যদিকে আদিত্য রায় কাপুরকে দেখা গেছে গ্রে কালারের একটি টি-শার্ট ও কালো শর্টসে। নিজেদের একান্ত সময় যেন বেশ উপভোগ করছেন এই দুই তারকা।  

বিজ্ঞাপন

সর্বশেষ অভিনেত্রী কৃতী শ্যাননের দীপাবলির অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল আদিত্য-অনন্যাকে। মূলত  সেই থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নেটিজেনদের জল্পনার শুরু। 

সূত্র : আনন্দবাজার      
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |