স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, আবেদন করতে হবে যেভাবে
শুরু হল সরকারি-বেসরকারি স্কুলে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টা থেকে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ভর্তির আবেদন ফি ১১০ টাকা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। একজন শিক্ষার্থী অনলাইন আবেদনের ক্ষেত্রে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি বিদ্যালয়ের নাম দিতে পারবে। তবে ডবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম (দুটি বিদ্যালয় পছন্দক্রম) সম্পাদন হয়েছে বলে বিবেচিত হবে। সরকারি-বেসরকারি কোনো স্কুলেই একটি শ্রেণির কোনো শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না। আবেদন প্রক্রিয়া শেষে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। এরপর ফল প্রকাশ করা হবে।
মাউশির সিদ্ধান্ত অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে লটারির সম্ভাব্য দিন ১০ ডিসেম্বর ঠিক করা হয়েছে। এর পর ১২ ডিসেম্বর লটারির কার্যক্রম শেষে ফল প্রকাশ করা হতে পারে। তবে বিশেষ কারণে এই তারিখে পরিবর্তন আসতে পারে।
ফল প্রকাশের পর ১৭ ডিসেম্বর শুরু হবে চূড়ান্ত ভর্তি কার্যক্রম, যা ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আরটিভি/এসএপি
মন্তব্য করুন