ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি

মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন মাদরাসা শিক্ষকরা

সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮ , ০৩:১৯ পিএম


মঙ্গলবার থেকে আমরণ অনশনে যাচ্ছেন মাদরাসা শিক্ষকরা

জাতীয়করণের দাবিতে মঙ্গলবার থেকে আমরণ অনশন পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি। একই দাবিতে গেলো আট দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করে আসছে সংগঠনটি। দাবি পূরণে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। জানালেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন চৌধুরী।

বিজ্ঞাপন

১ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন তারা। সোমবার মাদরাসা শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সভায় নতুন এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

সমিতির সভাপতি রুহুল আমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস ছাড়া আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরা প্রাণ দেব তবু আন্দোলন থামাব না।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, লেখাপড়া শিখে শিক্ষকতার মহান পেশায় এসেছি। বেতন-ভাতা না পাওয়ায় পরিবারের ভরণপোষণের খরচ চালতে পারছি না। মানবেতর জীবনযাপন করছি। রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোও জাতীয়করণ করতে হবে।

তারা বলেন, তীব্র শীতের মধ্যে রাস্তায় বসে আন্দোলন করলেও সরকারের পক্ষ্য থেকে কোনো আশ্বাস মেলেনি। অথচ আমাদের পাশেই আন্দোলন করছিলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষামন্ত্রী এসে তাদের আশ্বাস দিয়েছিলেন। পরে প্রধানমন্ত্রীর আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেছেন। আমরা একই দেশের নাগরিক। তাদের মতোই শিক্ষক। কিন্তু আমাদের দিকে কারো কোনো দৃষ্টি নেই।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission