ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে অনশনে বসছেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ০৬:২৫ এএম


loading/img
ছবি: আরটিভি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে এবার আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পলাশ বখতিয়ার ও হাফিজুল ইসলাম। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গ্রুপে একটি পোস্ট দিয়ে এ বিষয়টি জানান তারা।

পলাশ বখতিয়ার পোস্টে লিখেন, আজ (মঙ্গলবার) রাতের মধ্যে কুয়েটের ভিসিকে অপসারণ না করা হলে আমি পলাশ বখতিয়ার কুয়েটের অনশনকারী শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আগামীকাল (বুধবার) থেকে আমরণ অনশনে বসবো।

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পর হাফিজুল ইসলাম নামের আরেক শিক্ষার্থীও অনশনে বসার বিষয়টি তার ফেসবুকে আইডিতে ঘোষণা করেন করেন। তিনি পোস্টে লেখেন, আজ রাতের মধ্যে কুয়েটের ভিসিকে অপসারণ না করা হলে আমি হাফিজুল ইসলাম কুয়েটের অনশনকারী শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আগামীকাল (বুধবার) থেকে আমরণ অনশনে বসবো।

পোস্টের বিষয়ে জানতে চাইলে পলাশ বখতিয়ার বলেন, কুয়েটের ভিসি পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনশন করছেন। একদিন পার হয়ে গেলেও এখনো দাবি মেনে নেওয়া হচ্ছে না। ভিসি না কি বলছে, ‘মেজরিটি (অধিকাংশ) ছাত্ররা তার পক্ষে আছে। যারা অনশন করছে তারা মেজরিটি না।’ আমি মনে করি, শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। দাবি আজকের মধ্যে মানা হোক। না হলে কাল (বুধবার) থেকে আমিও আমরণ অনশনে বসবো। 

এদিকে, কুুয়েট ইস্যুতে মুখ খুলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে আজ (মঙ্গলবার) বিকালে একটি পোস্টে জানান, কুয়েটের শিক্ষার্থী আন্দোলন ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে। উনি ইতোমধ্যে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। আগামীকাল ইউজিসি থেকে একটি প্রতিনিধিদল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে কুয়েটে যাবেন। তারপর বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের একদফা দাবিতে গতকাল (মঙ্গলবার) থেকে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী। অনশনের ২৪ ঘণ্টার মধ্যেই খুলনার প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |