জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ডালিমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ০৬:৪৪ পিএম


জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ডালিমের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি
ছবি : সংগৃহীত

সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিমের লেখা ‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ-অভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বিজ্ঞাপন

এ  সময় প্রধান বিচারপতি বলেন, এই বইটি জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল।  বিচার বিভাগের ভূমিকা ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এটি প্রথম গ্রন্থ। এই উদ্যোগকে আমি শুভসূচনা বলব।  

বইয়ের মোড়ক উন্মোচনের সময় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন, প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা মো. শরিফুল আলম ভূঞা, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. মাসউদুর রহমান, একুশে টিভির সিনিয়র রিপোর্টার শাকেরা আরজু শিমু উপস্থিত ছিলেন।

বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ‘ল’ টাইমস(বিএলটি)। বইটির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা।  ৫ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট বারের বই মেলায় বইটি যাওয়া যাবে।

আরটিভি/আরএ

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.