• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল ৬ দিন

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ২২:৩৫
ছবি : আরটিভি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি আবেদনের সময় ৬ দিন বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। গত ৫ জানুয়ারি শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া ২৫ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

তিনি জানান, অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন ও ফি জমা দেওয়ার সময় ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আবেদনের অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

এখন পর্যন্ত মোট ৮১ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে পেমেন্ট নিশ্চিত করেছেন ৭১ হাজার শিক্ষার্থী। 'এ' ইউনিটে (বিজ্ঞান শাখা) আবেদন জমা পড়েছে ৪৭ হাজার ও 'বি' ইউনিটে (বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক) জমা পড়েছে ৩৪ হাজার।

জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে গত ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রায় ৭২ ঘণ্টারও বেশি সময় আবেদন বন্ধ থাকে। ফলে ঐ সময়ে কোনো ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করতে পারে নি।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবিপ্রবিতে কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময়
শাবিপ্রবিতে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১৬ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার
শাবিপ্রবি ছাত্রলীগের ২৯ সদস্যকে সাময়িক বহিষ্কার
শাবিপ্রবিতে প্রথমবারের মতো কোরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত