৪৮ ঘণ্টার মধ্যে সকল অযৌক্তিক কোটা বাতিলের আলটিমেটাম শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০৭:২৯ পিএম


৪৮ ঘণ্টার মধ্যে সকল অযৌক্তিক কোটা বাতিলের আলটিমেটাম শাবিপ্রবি শিক্ষার্থীদের
ছবি: আরটিভি

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পোষ্য কোটাসহ অন্যান্য অযৌক্তিক কোটা বাতিলের আলটিমেটাম দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তা না হলে রেজিস্ট্রার ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সম্মেলনে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার, গণিত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াজ হোসেন ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম মামুন প্রমুখ।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয়ে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল থাকাকে আমাদের জন্য লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলে মনে করি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কোটা সংস্কারের নামে বৈষম্যের ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব কোটা বাতিল করতে হবে।

এর আগে একইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে উল্লেখ করেন, আলোচনা সাপেক্ষে শুধুমাত্র নিম্নলিখিত কোটাগুলো যৌক্তিক বলে বিবেচিত হতে পারে:

১. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের কোটা। (যেহেতু স্বাধীনতা লাভের ৫৪ বছর পর মুক্তিযোদ্ধার সন্তানদের সংখ্যা কমে যাওয়ার কারণে এই কোটাও বাতিল হওয়া উচিত বলে মনে করি)
২. হরিজন, দলিত, চা-শ্রমিক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা।
৩. শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোটা।

বিজ্ঞাপন

যদি উল্লিখিত কোটাগুলোতে পর্যাপ্ত যোগ্য প্রার্থী না পাওয়া যায়, তবে সেই সিটগুলো মেধার ভিত্তিতে পূর্ণ করতে হবে। এ ছাড়া সকল অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা অবিলম্বে বাতিল করতে হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission