ঢাকা

নেটে ফিরলেন মুস্তাফিজ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৬ নভেম্বর ২০১৬ , ০১:০৬ পিএম


loading/img

বল হাতে নেটে ফিরলেন বাংলাদেশের বাঁহাতি পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। রোববার সকালে মিরপুর একাডেমি মাঠে নতুন কোচের অধীনে বেশ কিছুক্ষণ নেটে বল করেন তিনি।এ নিয়ে প্রায় ৪ মাস পর ক্রিকেট বল হাতে দেখা গেলো তাকে। 

বিজ্ঞাপন

নতুন কোচ কোর্টনি ওয়ালশ জানালেন, ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে সেরে উঠছেন মুস্তাফিজ। তবে এখনি পুরো মাত্রায় তাঁকে বল করতে দেয়া হচ্ছে না।

পেস বোলিং কোচ আরো বলেন, এখনো কাঁধে খানিকটা সমস্যা থকলেও দ্রুতই তা কাটিয়ে উঠছেন এ তরুণ বোলিং সেনসেশন। আর এভাবে উন্নতির ধারাবাহিকতা বজায় থাকলে নিউজিল্যান্ড সিরিজের আগেই বল হাতে মাঠে নামতে পুরোপুরি তৈরি হয়ে যাবেন এ কাটার মাস্টার।

বিজ্ঞাপন

গেলো জুলাই’তে কাউন্টির দল সাসেক্সে খেলতে গিয়ে কাঁধে চোট পান মুস্তাফিজ। এজন্য ছুরির নিচেও যেতে হয় তাকে।

তবে সবকিছু মাথায় নিয়েই তাকে রেখে আসছে অস্ট্রেলিয়া ক্যাম্প ও নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |