হাফেজ এহসানুল্লাহ যাচ্ছেন তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ , ১২:৪৩ পিএম


হাফেজ এহসানুল্লাহ যাচ্ছেন তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়

তুরস্কে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন হাফেজ মুহাম্মাদ এহসানুল্লাহ।

বিজ্ঞাপন

এ বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র হাফেজ এহসানুল্লাহ নির্বাচিত হয়েছেন।

সারাদেশ দেশ থেকে আসা ৫১ জন মেধাবী হাফেজদের মাঝে প্রতিযোগিতায় প্রাথমিক বাছাইয়ে গত ১৯ ফেব্রুয়ারি তিনি নির্বাচিত হন।

বিজ্ঞাপন

বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত এই প্রাক প্রতিযোগীতায়  সেরা মনোনীত হন ১৮ বছরের এ তরুণ।

আসন্ন পবিত্র রমজানে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের এহসানুল্লাহসহ প্রায় ১০০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

এ ব্যাপারে হাফেজ এহসানুল্লাহ বলেন, ২৪ ফেব্রুয়ারি পাসপোর্ট জমা দিয়েছি। আশা করি দ্রুতই ভিসা পেয়ে যাব। সবকিছু ঠিকঠাক মতো হলে রমজানের কয়েকদিন আগেই আঙ্কারায় পৌঁছতে হবে। দেশের সম্মান উঁচু করা এবং ব্যক্তিগত সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়ার আবেদন করছি। সবাই আমার জন্য এবং দেশের জন্য দোয়া করবেন।

বিজ্ঞাপন

গত বছর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তরুণ এই হাফেজে কুরআন তৃতীয় স্থান অর্জন করেন।

বিজ্ঞাপন

হাফেজ এহসানুল্লাহ দেশের স্বনামধন্য হিফজ প্রতিষ্ঠান যাত্রাবাড়ীর মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ নেছার আহমদ নাছিরীর ছাত্র।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission