ঢাকার মোহাম্মদপুরে এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন আরটিভি অনলাইনের এক্সিকিউটিভ আবদুল্লাহ আল মামুন। তাকে ছিনতাইকারীরা ঘিরে ধরে ফোন ও টাকা হাতিয়ে নিয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তার দিকে হেঁটে যাওয়ার সময় ‘জনসম্মুখেই’ আচমকা ছিনতাকারীদের কবলে পড়ার কথা জানিয়েছেন তিনি।
ভুক্তভোগী আবদুল্লাহ আল মামুন বলেন, অফিসের কাজ শেষে বছিলার বাসায় যাওয়ার জন্য মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে হেঁটে চৌরাস্তার দিকে যাচ্ছিলাম। হঠাৎ ৪-৫ জন পথ আটকে ঘিরে ধরে।
তিনি বলেন, একজনের হাতে চাপাতি ছিল, আমাকে ভয় দেখিয়ে সঙ্গে থাকা ‘ওয়ান প্লাস নর্ড টেন (OnePlus Nord N10)’ মডেলের একটি স্মার্ট ফোন, মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আশপাশে লোকজন থাকলেও কেউ কাছে আসেননি। দূর থেকে সবাই তাকিয়ে দেখেছেন।
এ ঘটনায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতেই মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর চুরি-ছিনতাই, ডাকাতি কিংবা খুনের ঘটনায় সবচেয়ে আলোচিত মোহাম্মদপুর এলাকা। রোজকার চুরি, ছিনতাই, ডাকাতিতে অতিষ্ঠ এলাকাবাসী।
আরটিভি/এস