• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
গীতিকার আবদুল কাদির আর নেই
জাতীয় প্রেস ক্লাবে ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত
জাতীয় প্রেস ক্লাবে ৩৭ জন সাংবাদিকের সদস্যপদ স্থগিত করা হয়েছে। প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উসকানি দেওয়া এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।  সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ বিষয়টি জানানো হয়।  সদস্যপদ স্থগিত হওয়াদের মধ্যে আছেন— ইকবাল সোবহান চৌধুরী, মোজাম্মেল বাবু, নঈম নিজাম, আবেদ খান, আশীষ সৈকত, ফারজানা রূপা, জ ই মামুন, জাফর ওয়াজেদ, নাঈমুল ইসলাম খান, শাবান মাহমুদ, নূরুল আমিন প্রভাষ, জায়েদুল আহসান পিন্টু, সোহেল হায়দার চৌধুরী, অশোক চৌধুরী, আজমল হক হেলাল। আরও রয়েছেন, আবুল খায়ের, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রণব সাহা, খায়রুল আলম, সুভাষ চন্দ বাদল, সাইফুল ইসলাম কল্লোল, পাভেল রহমান, আজিজুল ইসলাম ভূঁইয়া, মুহম্মদ শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শ্যামল সরকার, অজয় দাশগুপ্ত, আলমগীর হোসেন, রমাপ্রসাদ সরকার বাবু, সঞ্জয় সাহা পিয়াল, ফারাজী আজমল হোসেন, আনিসুর রহমান, এনামুল হক চৌধুরী, মো. আশরাফ আলী, মোল্লা জালাল, ইখতিয়ার উদ্দিন এবং আবু জাফর সূর্য। আরটিভি/এএইচ-টি
ফের পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল নিয়ে সম্পাদক পরিষদের বিবৃতি
সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ড. ইউনূসকে সিপিজের চিঠি
নিজের জন্মদিনে প্রধান উপদেষ্টাকে শফিক রেহমানের পরামর্শ
আরও ১১৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
আরও ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।  অধিদপ্তর থেকে সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সাংবাদিকদের মধ্যে সম্পাদক, উপসম্পাদক, টেলিভিশনের বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে কর্মরত সাংবাদিকেরা রয়েছেন। এর আগে, গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়। পরে ৩ নভেম্বর আরও ২৯ জনের কার্ড বাতিল করে সরকার। এ নিয়ে মোট ১৬৭ সাংবাদিকের কার্ড বাতিল করা হলো।  যাদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে তাদের নাম দেখতে এখানে ক্লিক করুন। আরটিভি/এফএ-টি
বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে।  রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে  বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 'বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, অনুযায়ী ৩ বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো। পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি আনোয়ার আলদীনকে। সদস্য হিসেবে রয়েছেন ১২ জন। তারা হলেন-  ১. যুগ্মসচিব (প্রেস), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ঢাকা। ২. অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি। ৩. জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি। ৪. পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি। ৫. প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ৬. ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাসস (পদাধিকার বলে)। ৭. মোকারম হোসাইন, সম্পাদক, ডেইলি নিউ নেশন, ঢাকা। ৮. আলমগীর মহিউদ্দীন, সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত, ঢাকা। ৯. শিরিন ভরসা, সম্পাদক, দৈনিক যুগের আলো, রংপুর। ১০. ফকরুল আলম কাঞ্চন, চিফ নিউজ এডিটর, এনটিভি। ১১. নূরে আলম মাসুদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভলপার লিড, ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিং, ঢাকা। ১২. ফজলুল হক, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থা। আরটিভি/এমএ
২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল, সিপিজের উদ্বেগ
সরকার আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল করায় উদ্বেগ প্রকাশ করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। বিবৃতিটি সিপিজে এশিয়ার ভেরিফায়েড ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, আওয়ামী লীগের সমর্থক বলে মনে করা আরও ২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন মঙ্গলবার অন্তর্বর্তী তথ্য মন্ত্রণালয়ের বাতিল করার খবরে সিপিজে উদ্বিগ্ন। সাংবাদিকদের কাজের জন্য তাদের নিশানা বানাতে প্রেস অ্যাক্রিডিটেশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অন্তর্বর্তী কর্তৃপক্ষের উচিত নয়। এর ফলে গণমাধ্যম সেন্সরশিপের ঝুঁকিতে পড়বে। প্রসঙ্গত, গত ৩ নভেম্বর এক আদেশে ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের বিষয়টি জানায় তথ্য অধিদপ্তর। এর আগে গত ২৯ অক্টোবর ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। উল্লেখ্য, বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস। আরটিভি/এফএ/এসএ
যুগান্তরের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘ফিরে দেখা বিচার বিভাগ পৃথক্‌করণ’ শীর্ষক এক নিবন্ধের জন্য পত্রিকাটির সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলাম ও নিবন্ধ লেখক মোহাম্মদ আবদুস ছালামের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট।  মঙ্গলবার (৫ নভেম্বর) আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। ‘ফিরে দেখা বিচার বিভাগ পৃথক্‌করণ’ শিরোনামে মোহাম্মদ আবদুস ছালামের লেখা নিবন্ধ ১ নভেম্বর যুগান্তরে প্রকাশিত হয়। নিবন্ধে বিচার বিভাগ পৃথক্‌করণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় নিয়ে বিরূপ মন্তব্য ও অবমাননাকর বক্তব্য প্রকাশের অভিযোগে গতকাল সোমবার ওই তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানিম হোসেইন, সঙ্গে ছিলেন আইনজীবী রিদুয়ানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম। নিবন্ধটি তুলে ধরে শুনানিতে আইনজীবী তানিম হোসেইন বলেন, যা লেখা হয়েছে, তা ঘটনাগতভাবে সঠিক নয় এবং বিভ্রান্তিকর। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে বড় ধরনের সংস্কার কার্যক্রম চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিচার বিভাগের জন্য সংস্কার কমিশন হয়েছে। খুবই কৌশলে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গকে মুখোমুখি করে দেওয়ার একটা প্রয়াস মনে হয়েছে। আদালত অবমাননার রুল দেওয়ার আরজি জানান তিনি। শুনানি নিয়ে আদালত রুল দেন। কেন নিবন্ধ লেখক, যুগান্তরের সম্পাদক ও প্রকাশককে আদালত অবমাননার জন্য অভিযুক্ত করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। তাঁদের আগামী রোববারের মধ্যে এ বিষয়ে হলফনামা আকারে ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। আরটিভি/ ডিসিএনই  
সাংবাদিক নেতা মোল্লা জালাল কারাগারে
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে সোমবার গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ওইদিনই আদালতে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।   পুলিশ জানায়, তার বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দিনগত রাতে মোল্লা জালালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি জানান, শাহবাগ থানার একটি মামলায় মোল্লা জালালকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে মোল্লা জালাল ও মহাসচিব পদে শাবান মাহমুদ জয়লাভ করেন। আরটিভি/এমএ
বন্ধ হচ্ছে ইংরেজি দৈনিক ‘দ্যা বিজনেস পোস্ট’
বন্ধ হচ্ছে পোস্ট মিডিয়া কমিউনিকেশন লি. কোম্পানির মালিকানাধীন ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্যা বিজনেস পোস্ট’। একই সঙ্গে পত্রিকাটির সকল সাংবাদিক ও কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে।  বুধবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে মালিকপক্ষ পত্রিকাটি বন্ধের ঘোষণা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইংরেজি বাণিজ্যিক দৈনিক পত্রিকা দ্যা বিজনেস পোস্ট বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে পাঠকদের জন্য বাণিজ্য-উন্নয়ন ও বিনিয়োগের গভীর বিশ্লেষণ তুলে ধরে আসছে।  বর্তমানে নানাবিধ অর্থনৈতিক সংকট, নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতি এবং বিপর্যয়ের কারণে কোম্পানি কর্তৃক পত্রিকাটি চালু রাখা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, নিয়ন্ত্রণ বহির্ভূত বিপর্যয়ের কারণে ৩১ অক্টোবর থেকে বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ এর ৩২ (অ) (আ) বিধান মোতাবেক দ্যা বিজনেস পোস্টের সকল সাংবাদিক- কর্মচারীকে চাকরি হতে ছাঁটাই করা হচ্ছে। কর্মীদের পাওনাদি সম্পর্কে এতে বলা হয়, বাংলাদেশ শ্রম বিধি ২০১৫ এর ৩২ (অ) (আ) বিধান মোতাবেক ছাঁটাই পাওনাদি আগামী ৩০ দিনের মধ্যে পত্রিকার সকল বিভাগ হতে ছাড়পত্র নেওয়া সাপেক্ষে সকল সাংবাদিক-কর্মচারীকে পরিশোধ করা হবে। আরটিভি/এএএ