ঢাকা

আরটিভি আয়োজিত আলোকিত কোরআন ২০২৫-এর চ্যাম্পিয়ন হবিগঞ্জের তামীম

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০৮:৩৮ পিএম


পবিত্র রমজান উপলক্ষে আরটিভি আয়োজিত কোরআনের হাফেজদের প্রতিযোগিতামূলক রিয়্যালিটি শো আলোকিত কোরআন-২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের মো. মাহদী হাসান তামীম। ফার্স্ট রানার-আপ হয়েছেন শরীয়তপুরের আসাদুল্লাহ আবীর। সেকেন্ড রানার-আপ হয়েছেন কুমিল্লার মো. আবু বকর সিদ্দীক। এ ছাড়া চতুর্থ হয়েছেন সাতক্ষীরার মুহা. আবু রায়হান হুসাইন এবং পঞ্চম হয়েছেন চট্টগ্রামের মো. আশিকুর রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটে ১৫তম এ আয়োজনের গ্রান্ডফিনালে অনুষ্ঠানটি আরটিভির পর্দায় সম্প্রচার হয়।

অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, আজ আরটিভি পরিবারের জন্য একটি আনন্দঘন দিন, কারণ এখানে আজ সর্বকালের সেরা এবং সার্বজনীন মহাগ্রন্থ পবিত্র কোরআনের বাহক আলোকিত কোরআনের হাফেজরা উপস্থিত হয়েছেন। এবার ১৫তম বারের মতো আয়োজিত হয়েছে- আন্তর্জাতিকমানের হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন-২০২৫’। এই প্রতিযোগিতা থেকে উঠে আসা হাফেজরা মিশর, আরব আমিরাতসহ আরব বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আরটিভির আয়োজনে সুদূর আমেরিকার নিউইয়র্ক সিটিতেও অনুষ্ঠিত হয়েছে আলোকিত কোরআন ইউএসএ। দর্শক-শ্রোতা এবং প্রতিযোগীদের ব্যাপক আগ্রহের ফলে এখন থেকে প্রতিবছর আমেরিকাতেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আজ এই আয়োজনের চূড়ান্ত পর্বে বিজয়ীদের জন্য যেমন আমাদের শুভেচ্ছা ও মোবারকবাদ থাকবে, একইভাবে যারা অংশ নিয়েছেন তাদের সবার জন্য আরটিভি পরিবারের পক্ষ থেকে থাকবে ভালোবাসা, দোয়া ও শুভকামনা।

প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমরা কোরআন পাঠ করার পাশাপাশি এর মর্মার্থ বুঝে যদি জীবন পরিচালনা করতে পারি তাহলে সমাজ থেকে সকল অন্যায় অবিচার বিদায় হবে। ন্যায় নিষ্ঠা ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি, আলোকিত কোরআন ২০২৪-এর ১৪তম আসরে পবিত্র রমজান মাসব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে একঝাঁক তরুণ প্রতিভাবান হাফেজে কোরআনকে আরটিভি আমাদের সামনে হাজির করেছে, যারা ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম প্রসারের পথকে আরও আলোকিত করবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন জিপিএইচ ইস্পাতের জেনারেল ম্যানেজার মো. মামুন কবির, আরএফএল প্লাস্টিকস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম, নতুনধারা গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাত্তার শেখ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রহিম খান, টেলিটক বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ তোফায়েল আজম চৌধুরী প্রমুখ।

এর আগে, দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন জোনের সহস্রাধিক প্রতিযোগী থেকে অডিশনের মাধ্যমে চার শতাধিক সেরা হাফেজকে বাছাই করে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে চূড়ান্ত অডিশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা ৩২ জন প্রতিযোগী হাফেজকে। তাদের নিয়ে শুরু হয় মূল আয়োজন।

মাসব্যাপী এ আয়োজনে প্রতিযোগী হাফেজদের তেলাওয়াতকে মূল্যায়ন করতে বিচারক হিসাবে ছিলেন মিশরের মাজেদ টেলিভিশনের নিয়মিত ক্বারী শেইখ ইয়াছের আল কুরাশী, ফিলিস্তিনের গাঁজা থেকে ড. শেইখ ফাউকি মুহাম্মাদ খলিল জাওয়াদাহ ও মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয় এর এমফিল গবেষক সাইয়্যেদ বেলাল বিন আশরাফ আল আযহারী।  

বিচারকদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এর অংশীদার জিপিএইচ ইস্পাত, আরএফএল পাইপ এন্ড ফিটিংস, টেলিটক, স্মার্ট একটিভ সিনথেটিক কালার পেস্ট, নতুনধরা, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিসহ সকল সহযোগী প্রতিষ্ঠান। 

অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে কিউ এস মাল্টিমিডিয়া। আরটিভি অনুষ্ঠান বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি প্রযোজনা করেছেন রেজা ইসলাম। সকলের সম্মিলিত প্রয়াসে আগামীতে আরও সমৃদ্ধ আলোকিত কোরআন আয়োজনের প্রত্যাশা আয়োজকদের।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |