ঢাকাবৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জার্নালিস্ট কমিউনিটির বিবৃতি

ঈদের ছুটিতে দায়িত্বপালনকারী সংবাদকর্মীদের দ্বিগুণ বেতন প্রদানের আহ্বান

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ১২:৩২ এএম


loading/img
জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ

ঈদের ছুটিতে দায়িত্বপালনকারী সংবাদকর্মীদের দ্বিগুণ বেতন প্রদানের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ।

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মো. মাহফুজুর রহমান ও সদস্য সচিব মো. মিয়া হোসেন এ আহ্বান জানান।

তারা বলেন, আগামীকাল (৫ জুন) থেকে পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে। সরকারিভাবে আগামী ১৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি পালিত হবে। ছুটির দিনগুলোতে সবাই প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন ও ঈদের আনন্দ ভাগাভাগি করলেও অনলাইন গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও রেডিওতে বেশকিছু সংবাদকর্মী দায়িত্ব পালন করবেন। তারা ঈদের ছুটি পালন না করে বিশেষ ব্যবস্থায় এসব গণমাধ্যমে দায়িত্ব পালন করে বড় ধরনের ত্যাগ ও দায়িত্বের পরিচয় দিচ্ছেন। তাই তাদের প্রতি সবারই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। বিশেষ ব্যবস্থায় ঈদের ছুটির দিনে দায়িত্বপালনকারী সংবাদকর্মীদের বেতন দ্বিগুণ করে অগ্রিম প্রদান করা আবশ্যক।

বিজ্ঞাপন

নেতৃদ্বয় বলেন, শ্রম আইন অনুযায়ী পবিত্র ঈদের বোনাস হিসেবে বেতনের সমপরিমাণ বোনাস এবং ঈদের ছুটিতে দায়িত্ব পালনের জন্য দ্বিগুণ বেতন অগ্রিম প্রদান করে দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দেয়ার জন্য গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |