গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সিদ্ধান্তের প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজ শনিবার সকালেই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করে দলের নেতাকর্মীরা।
বেলা ১২টার দিকে বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ করে। দেখা যায়, কর্মীদের পুলিশের লাঠি চার্জের পর বিএনপি নেতা ইশরাক হোসেন তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন। পরে তাদের এক আহত নেতাকে পুলিশ আটক করলেও তাকে ছিনিয়ে নিয়ে যায়।
দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন দাবি করেন বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, পুলিশ অতর্কিতভাবে নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের শেষদিকে হঠাৎ বিএনপি নেতাকর্মীরা হট্টগোল শুরু করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। বিএনপি নেতাকর্মীরা এসময় প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করেন। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে একপর্যায়ে সেখান থেকে সরে যায় বিএনপি নেতাকর্মীরা।
আরও পড়ুন :
- প্রেসক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া
- ‘জিয়া মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছিলেন’
- রাজধানীতে বিএনপির বিক্ষোভ, জলকামান-পুলিশ মোতায়েন (ভিডিও)
এদিকে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছে। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।
এসএস