সজাগ না থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে : কাদের

আরটিভি নিউজ

রোববার, ১৮ জুলাই ২০২১ , ০৩:৪৮ পিএম


'সজাগ না থাকলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ভারত তৃতীয় তরঙ্গের প্রস্তুতি নিচ্ছে, আমরা সজাগ না থাকলে আগামীতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

রোববার (১৮ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রীর সুরক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, স্বাস্থ্যবিধি না মেনে মানুষের বাড়ি ও পশুর হাটে যাওয়া  ভয়ঙ্কর অবস্থা। এতে ঈদযাত্রা অন্তিমযাত্রায় পরিণত হতে পারে। স্বাস্থ্যবিধি না মেনে ঈদযাত্রা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এসময় কোন কোন হাসপাতালে বেড, আইসিইউ ও অক্সিজেন নেই সেদিকে নজর দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

এসময় মাস্ক পরার ক্ষেত্রে সিটি করপোরেশনকে কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission