ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ঈদযাত্রায় স্বস্তি, যানজটমুক্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৫:৩৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের পদুয়া পর্যন্ত ১০৪ কিলোমিটার অংশ আজও যানজটমুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল করতে দেখা যায়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও নির্বিঘ্নে চলাচল করছে যাত্রীবাহী ও প্রাইভেট গাড়িগুলো। এতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

বিজ্ঞাপন

এদিকে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন যানবাহনের চালক ও যাত্রীরা। তারা জানান, রোববার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন চলাচল করছে কয়েকগুণ বেশি।

কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুল হক বলেন, ঈদের আগে থেকেই মহাসড়কের কুমিল্লা অংশের ১২টি স্পটকে গুরুত্ব দিয়ে ওই অংশে যৌথবাহিনী, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন ও রোভার স্কাউটস টিম দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় এ বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা রয়েছে। এতে করে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের মনে স্বস্তি ফিরেছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |