নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আলোর গতিতে দৌড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৬ মে) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ার পর কয়েক দিনের মধ্যে আটা ক্রয় করাও অসম্ভব হয়ে পড়বে।
তিনি বলেন, খাদ্যপণ্য নিয়ে গভীর সংকটে বাংলাদেশ। অনেক অঞ্চলে পানিতে ধান তলিয়ে গেছে। কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দ্রুতগতিতে দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের অবস্থা আরও সংকটাপন্ন।
বিএনপির এই নেতা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নীলনকশা হিসেবে সরকার নতুন নতুন কালাকানুন তৈরিতে ব্যস্ত। সামাজিক যোগাযোগমাধ্যমগুলো নিয়ন্ত্রণের জন্য নতুন আইন প্রণয়ন করছে। ২০১৮ সালেও নির্বাচনের কয়েকমাস আগে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়। এবারও আরেকটি নতুন কালাকানুন তৈরির যে উদ্যোগ নেওয়া হয়েছে তা হবে আরও ভয়ংকর।