ঢাকাশুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন শিমুল বিশ্বাস

পাবনা  প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ , ০১:৫৭ পিএম


loading/img

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্যারোলে মুক্তি পেয়ে পাবনায় তার মায়ের জানাযায় অংশগ্রহণ করেছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় পাবনা শহরের কুঠিপাড়া ঈদগাহ মাঠে তার মায়ের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 গত বুধবার (১১ জানুয়ারি) গভীর রাতে শিমুল বিশ্বাসের মা খোদেজা বিশ্বাস ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। 

বিজ্ঞাপন

মায়ের মৃত্যুর পর তার জানাজায় অংশ নেওয়ার জন্য শিমুল বিশ্বাসের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পাবনায় নিয়ে আসা হয়।

 গভীর রাতে অনুষ্ঠিত জানাজায় এলাকাবাসীসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে শিমুল বিশ্বাসকে পুলিশি পাহাড়ায় আবার ঢাকার কেরানীগঞ্জ কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছরের ৭ ডিসেম্বর বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে৷ এরপর ওইদিনই দলীয় কার্যালয়ের সামনে থেকে শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |