১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ , ০৪:১৬ পিএম


১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি

১২ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপি’র মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে ওলামায় ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেমসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

বৈঠকে একদফা আন্দোলনের যৌথ ঘোষণা, রাষ্ট্র মেরামতের যৌথ ঘোষণাপত্র এবং আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission