বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে ‘বেয়াদব’ আখ্যায়িত করে ‘জিব ছিঁড়ে ফেলার’ হুমকি দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুরের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী। গতকাল সোমবার রাতে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে তিনি বলেন, সাবধান হয়ে যান। ফের দেশনেত্রী শেখ হাসিনাকে নিয়ে এসব ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
নিক্সন চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ মঙ্গলবার বলেন, নিক্সন চৌধুরীর অকথ্য ভাষায় শামা ওবায়েদ ভয় পায় না। গণতন্ত্রের স্বার্থে যতবার হুংকার ছাড়তে হয়, ততবার হুংকার ছেড়ে যাব। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন তিনি।
শামা ওবায়েদ বলেন, নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন, শামা ওবায়েদ তা আশা করে না। কোন দল বেয়াদব, বাংলাদেশে কে বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে।
দক্ষিণবঙ্গে শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরী কে, প্রশ্ন রেখে শামা বলেন, দক্ষিণবঙ্গে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। তিনি এ দেশের গণতন্ত্রের স্বার্থে, এ দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এ দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, বহুবার হুংকার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি একশ বার হুংকার ছাড়তে হয়, শামা ওবায়েদ সেটা ছাড়বে।