ঢাকা

কালের ক্রন্দন ধ্বনি শুনিতে কি পাও, আ.লীগকে মঈন খান

আরটিভি নিউজ

বুধবার, ৩০ আগস্ট ২০২৩ , ০৮:০৪ পিএম


loading/img

রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার বিশেষ একটি পঙ্‌ক্তি টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আজকে একটি প্রশ্ন করে যাব এই বাকশালী আওয়ামী লীগ সরকারকে। আজকে এই অত্যাচারী জুলুমবাজ সরকারকে প্রশ্ন করতে চাই, কালের ক্রন্দন ধ্বনি শুনিতে কি পাও?

বিজ্ঞাপন

বুধবার (৩০ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, কোমলমতি শিশুরা মাইকের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে। তাদের বাবার স্মৃতি নিয়ে একজন বলেছে, আমি গুম দিবস চাই না। আমি বাবা দিবস ফিরে পেতে চাই। কল্পনা করে দেখেছেন, একটি শিশু কত কষ্টে এই কথাটি বলতে পারে! আজকে সরকারকে জবাব দিতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এই কালের ক্রন্দন ধ্বনি যদি এই সরকার শুনতে না পায়, এই ক্রন্দনের বন্যায় স্বৈরাচারী এই সরকার ভেসে যাবে। এখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এখানে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। এ দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা এই সরকারকে বিদায় দেব শান্তিপূর্ণ এবং সুষ্ঠু-নিরপেক্ষ ভোটের মাধ্যমে।

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। মানববন্ধনে বিভিন্ন সময়ে নিখোঁজ বিএনপি নেতা-কর্মীদের স্বজনেরা অংশ নেন। তারা গুমের শিকার স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |