৬ দফা দাবি জানিয়ে জেএসডি সভাপতির বিবৃতি
কোটা আন্দোলন ঘিরে নিহতদের সংখ্যা প্রকাশসহ ৬ দফা দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
বৃহস্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, সরকার দেশের নাগরিকদের হত্যা করে লাশের সংখ্যা প্রকাশ করার প্রয়োজন বোধ করে না।
তিনি বলেন, সরকার আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকিয়ে নাশকতার নীল নকশা বাস্তবায়ন করেছে।
জেএসডি সভাপতির ৬ দফা দাবি হলো-
১. ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সংখ্যা, নাম ও ঠিকানা দ্রুত প্রকাশ করতে হবে।
২. আবু সাঈদসহ নিহতদের স্মরণে ‘জাতীয় শোক’ পালন করা।
৩. প্রতিটি হত্যাকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
৪. অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
৫. নির্বিচার গ্রেপ্তারসহ সব হয়রানি বন্ধ করা।
৬. কারফিউ প্রত্যাহার করতে হবে।
মন্তব্য করুন