ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জামায়াতের আমিরের

আরটিভি নিউজ

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ০১:৩৫ পিএম


loading/img
ফাইল ছবি

আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এই কথা বলেন।

জামায়াতের আমির বলেন, মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ। পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না।  তাই এই দুটি ক্ষেত্রের ওপর মনোযোগী হওয়ার পরামর্শ দেন  ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |