সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের পাশে তারেক রহমান

আরটিভি নিউজ

রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪৯ পিএম


সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতের পাশে তারেক রহমান
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১১ জনের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকালে সিঙ্গাপুরের রেসকোর্স রোডস্থ ব্যানানা লিফ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অনুদান তুলে দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  আশরাফ খান রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুর রহমান ফিলিপ।

1

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বেসরকারি মেডিকেল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মিরাজসহ জুলাই বিপ্লবে আহত মিনহাজুল ইসলাম শুভ, মো. রমজান, মহিউদ্দিন রাব্বি, মো. ইয়ামিন, মো. ইমরান হোসেন, সালমান বিন সুয়াইব, আক্তার হোসেন, জুবায়ের হাসান জিহাদ, আবদুল্লাহ আল বাকি এবং মো. ফয়েজ আলীর পরিবারের কাছে আর্থিক সহায়তা দেওয়া হয়। 

আহতের মধ্যে সিংহভাগই চোখে গুলিবিদ্ধ হয়েছেন।

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission