ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

জাতীয় নাগরিক পার্টির অনুষ্ঠানে শেখ হাসিনার ভিডিও, ভুয়া ভুয়া স্লোগান

আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:০৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মেলবন্ধনে বিশাল আয়োজনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটলো জাতীয় নাগরিক পার্টির। দলটির আত্মপ্রকাশ ঘিরে আয়োজিত অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে। ডকুমেন্টারির প্রথমে প্রচার করা হয়েছে শেখ হাসিনার একটি ভিডিও, যা দেখেই ভুয়া ভুয়া স্লোগানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় অনুষ্ঠানস্থলে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এতে জুলাই অভ্যুত্থানের ওপর দুটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার, জাতীয় নাগরিক কমিটির সদস্য সাইফুল্লাহ হায়দার, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শাহরিয়ার হাসনাত অপু। মঞ্চে উপস্থিত আছেন নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুমসহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বিজ্ঞাপন

নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবারই (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলে সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা গেছে, নতুন দলে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন।

দলটির সূত্রে আরও জানা গেছে, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব একজন নারীকে রাখা হতে পারে। সেই বিবেচনায় এ পদ আসতে পারেন তাসনিম জারা, নাহিদা সারওয়ার (নিভা), মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্য থেকেও কেউ। তাদের মধ্যে তাসনিম জারা ও মনিরা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও নাহিদা সারওয়ার কেন্দ্রীয় সদস্য। আর নুসরাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |