বিএনপিকে খাটো ও অবজ্ঞা করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর শান্তিনগর ইউনিট বিএনপির ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, যারা বিএনপিতে অনুপ্রবেশ করে দলের অর্জন ধ্বংস করার চেষ্টা করছেন, তাদের ছাড় নেই।
চাঁদাবাজ নেতাকর্মীরা ছবি তোলায় ব্যস্ত উল্লেখ করে তিনি আরও বলেন, অথচ এরা (চাঁদাবাজ নেতাকর্মীরা) আন্দোলনে ছিল না। তাই যারা এতদিন কষ্ট করেছে তাদের কষ্টের ফল যেন ধুলোয় না মেশে, সেদিকে খেয়াল রাখতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কিছু দল-গোষ্ঠী সংঘবদ্ধ অপপ্রচারে নেমেছে। বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে।
এ সময় মাগুরার সেই শিশু নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, ধর্ষণবিরোধী আন্দোলনে সবার সঙ্গে একাত্ম হয়ে বিএনপিও মাঠে আছে।
আরটিভি/আইএম