ঢাকাসোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

ঐকমত্য কমিশনের সংলাপ

আ.লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার দাবি খেলাফত মজলিসের

আরটিভি নিউজ 

শনিবার, ২২ মার্চ ২০২৫ , ০১:১৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়ার ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

তিনি বলেন, ১৬৬টি প্রশ্নমালার স্প্রেডশিটের ১৪০টিতে একমত পোষণ করেছে কমিশন। ১০টিতে একমত নয় এবং ১৫টিতে আংশিক ও একটিতে আলোচনার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা ১০ মাসের মধ্যে করা সম্ভব বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব।

সংস্কার কার্যক্রমে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মূল সংলাপ শুরু হয় গত বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপে বসে কমিশন।

এরই ধারাবাহিকতায় শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় খেলাফত মজলিশের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে নেতৃত্ব দেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের।
 
আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |