শাহবাগে ডিএমপির নিষেধাজ্ঞা, উপেক্ষা করে এনসিপির সমাবেশ

আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৬:৩৫ এএম


শাহবাগে ডিএমপির নিষেধাজ্ঞা, উপেক্ষা করে এনসিপির সমাবেশ
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৩টি সংগঠনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) সমাবেশগুলোর কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে ওই এলাকার। ফলে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ইফতারের আগে যাত্রীদের ভোগান্তি বাড়ে।  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে এর নিবন্ধন বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে।  

বিজ্ঞাপন

এ দিকে ‘জুলাই মঞ্চ’ এর ব্যানারে একদল শিক্ষার্থী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন। 

এ ছাড়াও ‘ছাত্র জনতার সমাবেশ’ এর ব্যানারে বিক্ষোভকারীদের আরেকটি দল গত বছরের জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শাহবাগে সমাবেশ করে। 

এ সংগঠনটি সারাদেশে ধর্ষণের শিকার নারীদের জন্য ন্যায়বিচারেরও দাবি জানায়।  

বিজ্ঞাপন

জানা যায়, ডিএমপি গত ১৩ মার্চ শাহবাগ মোড়ে সব ধরনের জনসমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে, যা এখনও কার্যকর রয়েছে।  

এ বিষয়ে ডিএমপি মিডিয়া উইংয়ের সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির বলেন, শাহবাগে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে এবং এটি প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

তবে তিনি আজকের বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission