ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

এনসিপির ১৬১ সদস্যের শ্রমিক উইং গঠন

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৯:৩৬ এএম


loading/img
ফাইল ছবি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইংয়ের ১৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি গঠিত হয়েছে। এতে মাজহারুল ইসলাম ফকির প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মটর শ্রমিক মোশাররফ হোসেন স্বপন।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) এনসিপির প্যাডে এ কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, ‘ঔপনিবেশিক কাল থেকে শ্রমিকশ্রেণি তাদের মৌল-মানবিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও শ্রমিকদের মৌলিক অধিকার এখনও নিশ্চিত হয়নি। এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার জন্য লড়াই করতে হচ্ছে।’

বিজ্ঞাপন

দলটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সঙ্গে অনেক শ্রমিক শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগ আমাদের পথ চলার প্রেরণা। যে আশা-আকাঙ্ক্ষা থেকে শ্রমজীবী জনগণ সংগ্রামে অংশগ্রহণ করেছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমরা শ্রমজীবী জনগণ একটি নতুন শ্রমিক সংগঠনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি।’ 

সবশেষে বলা হয়, ‘আমাদের সংগঠনের মূল লক্ষ্য হবে শ্রমিকদের অধিকার রক্ষা, সঠিক নীতিমালার মাধ্যমে তাদের কল্যাণ নিশ্চিত করা এবং রাজনীতিতে সক্রিয়করণের মাধ্যমে জাতীয়ভাবে শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। শ্রমিকদের সুসংগঠিত করতে আমরা একটি কো-অর্ডিনেটর কমিটি ঘোষণা করছি, যারা সারাদেশে সংগঠনকে শক্তিশালী করবে এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবে।’

486052854_572954789101029_1208121949671100379_n

বিজ্ঞাপন

486428229_572954825767692_5673540674781426558_n

485930543_572954885767686_6229755040272572216_n

486099859_572954929101015_7451168615204473968_n

486636842_572954959101012_7186806855721642118_n

485659452_572954992434342_6171582382907148914_n

486171920_572955032434338_8883826287653006949_n

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |