ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবরটি সঠিক নয়: এবি পার্টির চেয়ারম্যান

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ১০:০৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন— গতকাল মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ছড়িয়ে পড়ে।  তবে এটি সঠিক নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এক ক্ষুদে বার্তায় তিনি গণমাধ্যমকে এ কথা জানান। 

তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদ ঠিক আছেন, তার গ্রেপ্তারের খবরটি সঠিক নয়। তিনি ভালো আছেন। 

বিজ্ঞাপন

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।

এর আগে, রোববার (২৩ মার্চ) মধ্যরাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রায় প্রতি রাতেই বিভিন্ন ধরনের গুজব তৈরি করার চেষ্টা করে আসছে একটি মহল। যাদের অনেকে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |