ঢাকা

জুলাই গণহত্যায় জড়িত অসংখ্য আসামি এখনও আটক হয়নি: আবু হানিফ 

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ১০:১৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, এখন পর্যন্ত কত ছাত্র জনতার উপর গুলি চালানো কতজন পুলিশ, বিজিবি আটক হয়েছে। সেটা বড় প্রশ্ন, সব মিলিয়ে ২৫ থেকে ৩০ জনও হবে কিনা সন্দেহ রয়েছে। জুলাই গণহত্যায় জড়িত এমন অসংখ্য আসামি এখনও আটক হয়নি।

বিজ্ঞাপন

জুলাই মঞ্চের উদ্যোগে সোমবার (২৩ মার্চ) শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টায় শাহবাগ থেকে এটি শুরু হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার মধ্যে পুলিশ, র‍্যাব, বিজিবি সদস্যরা জড়িত রয়েছে, তারা গুলি করেছে। সব পুলিশ সদস্যরা দায়ী সেটা আমরা বলছি না, আমরা বার বার বলছি যারা সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারি হিসাব মতে ৮০০ ও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে। বাস্তবে এই শহীদের সংখ্যা ২ হাজারের কাছাকাছি। যার প্রায় অধিকাংশ পুলিশ, বিজিবি র‍্যাবের গুলিতে শহীদ হয়েছে। 

আবু হানিফ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করে কিসের সংস্কার করছে সরকার এটা আমাদের প্রশ্ন। এ সরকার যদি গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারে তাহলে পদত্যাগ করুক, নতুন যে সরকার দায়িত্ব নেবে সেই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচার করবে।

জুলাই গণহত্যার বিচারের জন্য একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের এতো দিন সময় পেরিয়ে গেলেও বিচারকার্যের গতি তেমন দেখা যাচ্ছে না, বিচারের এই ধীরগতির ফলে আমাদের আশঙ্কা সৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত বিচার হবে কিনা। তাই আমাদের আহবান থাকবে জুলাই গণহত্যার বিচারের কার্যক্রমের গতি বাড়ানোর।

বিজ্ঞাপন

জুলাই মঞ্চের প্রতিনিধি রাকিব হোসেন গাজীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জুলাই মঞ্চের প্রতিনিধি অর্ণব হুসাইন, থোয়াই চিং মং চাক, সুরাইয়া আন্তা, তাসমিয়া। এ সময় শহীদ পরিবারের কয়েকজন সদস্যও বক্তব্য রাখেন। 

এর আগে, ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ ৩৫তম দিন অতিক্রম করছে জুলাই মঞ্চ। মঞ্চটির পূর্বঘোষিত পাঁচটি শহীদি মার্চের চতুর্থটি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অনুষ্ঠিত হয়। এর পূর্বের তিনটি মার্চ অনুষ্ঠিত হয় সাভার থেকে আশুলিয়া, র্যাব হেডকোয়ার্টার, রামপুরাতে। এ ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চটি দু’দিন শাহবাগ ব্লকেড কর্মসূচি করেছে যা এপ্রিল মাস থেকে আবার শুরু হবে। 

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |